দীর্ঘদিনের প্রেম পরিণতি পেল বিয়েতে। আজ আইনি বিয়ে সারলেন আমির খান কন্যা ইরা ও নূপূর শিখর। বলিউডের এই বিয়ে বেশ অনেক দিক থেকেই প্রথা ভাঙা। সেগুলি কী কী? এক নজরে দেখে নেওয়া যাক ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রচলনে গা না ভাসিয়ে, মুম্বইয়েরই একটি বিলাসবহুল হোটেলে বিয়ে করেছেন ইরা ও নূপূর। মেয়ের বিয়েতে তাঁর দুই স্ত্রীয়ের সঙ্গেই পোজ দেন আমির খান, এই ছবিতেও খুব একটা অভ্যস্থ নয় বলিউড চিরচরিত লেহঙ্গা সাজের ছক ভেঙে ইরা পরেছিলেন ফিরোজা রঙের কাজ করা হারেম প্যান্ট ও সবুজ ভরাট কাজের ব্লাউজ আট কিলোমিটার জগিং করে মণ্ডপে আসেন বর, রাস্তাতেই চলে নাচ, ঢোল বাজানো আমির কন্যার বিয়েতে আনা নিষেধ ছিল যাবতীয় উপহার। বদলে অতিথিরা দান করতে পারেন স্বেচ্ছাসেবী সংস্থাকে। আইনি বিয়ের আসরে নূপূর বসেছিলেন এই কালো গেঞ্জি আর শর্টস পরেই। এটা বেশ চমকে দেওয়ার মতোই। হারেম প্যান্ট ও ব্লাউজের সঙ্গে ফিরোজা ও সবুজ দুটি ওড়লা লেয়ারিং করে নিয়েছিলেন ইরা। সাজ ছিল বেশ অন্যরকম গলায় ও কানে ভারি গয়না পরেছিলেন ইরা, মাথায় ছিল ভারি টিকলি। এই একটা বিষয়েই বলিউডি ধাঁচ রেখেছেন ইরা। নূপূর আসলে ইরার ফিটনেস ট্রেনার। সেখান থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম।