৩ জানুয়ারি ২০২৪। সাত পাকে বাঁধা পড়লেন আমির কন্যা ইরা খান ও নূপুর শিখর। কে এই নূপুর? চিনে নেওয়া যাক। ১৯৮৫ সালের ১৭ অক্টোবর পুণেতে জন্ম নেন নূপুর। মুম্বইয়ে শেষ করেন নিজের পড়াশোনা। নূপুর পেশায় একজন ফিটনেস ট্রেনার। বিভিন্ন তারকার সঙ্গে কাজ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন আমির খান, সুস্মিতা সেন। স্ত্রী ইরা খানকে ট্রেন করেছেন নূপুর। নূপুরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে দেখা যাবে প্রায়ই নিজের ওয়ার্কআউট সেশনের ভিডিও ও ছবি শেয়ার করেন তিনি। নূপুরের ইনস্টাগ্রাম হ্যান্ডলের নাম জনপ্রিয় কার্টুন চরিত্র 'পপাই' দ্বারা অনুপ্রাণিত। নূপুর শিখরের গোটা পরিবারই নানা ধরনের পারফর্মিং আর্টসের সঙ্গে জড়িত। তাঁর মা প্রীতম শিখর একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী। নূপুরের মা, অভিনেত্রী সুস্মিতা সেনের কন্যা, উঠতি অভিনেত্রী রেনি সেনকেও প্রশিক্ষণ দিয়েছেন। করোনার জন্য লকডাউনের সময় নূপুর ও ইরার আলাপ। সেই সময় নূপুর আমিরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। এরপর তাঁরা ডেট করা শুরু করেন। একেবারে অভিনব কায়দায় ইরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নূপুর। ইতালির ম্যারাথনে প্রোপোজ করেছিলেন তিনি ইরাকে। বাকিটা স্বপ্নের মতোই। বিয়ের দিন ৮ কিমি রাস্তা জগিং করে মণ্ডপে আসেন নূপুর। পরনে ছিল জগিংয়ের কালো গেঞ্জি, সেই পরেই আইনি বিয়ে সারেন তিনি।