আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা আম্বাতি রায়ডু ঝামেলায় জড়িয়েছেন বোর্ডের সঙ্গে

২০১৯ বিশ্বকাপে জাতীয় দল থেকে বাদ পড়েই বিতর্কিত মন্তব্য করে বোর্ডের বিরাগভাজন হন রায়ডু

রঞ্জিতে কিংবদন্তী ওয়াসিম জাফর ঘরোয়া ক্রিকেটে ১৩ হাজারের ওপর রান করেছেন

টেস্টে দেশের হয়ে দুটো দ্বিশতরান হাঁকানো জাফরও নির্বাচকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন

ব্যক্তিগত জীবনেও মুরলি বিজয় বিতর্কের কেন্দ্রে জড়িয়েছেন সতীর্থ দীনেশ কার্তিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে

২০১৮ সালের পর থেকে খারাপ পারফরম্যান্স ও নির্বাচকদের একহাত নিয়ে আর জাতীয় দলে সুযোগ পাননি বিজয়

অধিনায়ক হিসেবে বিদর্ভের হয়ে ২ বার রঞ্জি ও একবার ইরানি ট্রফি জিতেছিলেন ফৈয়জ ফয়জল

''নির্বাচকরা আমাকে দলে না নিতে চাইলে আমার কিছু যায় আসে না'', এই মন্তব্যের পরই আর সুযোগ মেলেনি ফয়জলের

সাম্প্রতিক সংযোজন ঋদ্ধিমান সাহা, নির্বাচক ও কোচদের একহাত নিয়েছিলেন বাদ পড়ে

কোচ দ্রাবিড় না কি জানিয়েছিলেন যে আর জাতীয় দলে ভাবা হবে না ঋদ্ধিমানকে, এরপর আর সুযোগও মেলেনি বঙ্গ তারকার