বাংলায় দৈনিক সংক্রমণ বাড়ল, গত ২৪ ঘন্টায় কমল টেস্ট
জুনের শুরুতে দৈনিক কোভিড টেস্ট হত ৮ হাজার ২৩ টি
জুনের শেষে, গত ২৪ ঘন্টায় তা কমে গিয়ে ৫৭৬৯ টি টেস্ট
পয়লা জুনে সংক্রমণ ৩৯ জন থেকে লাফিয়ে এখন ৫৫১ জন আক্রান্ত
কোভিড থাবা বসিয়েছে মেডিক্যালেও, প্রশ্নটা হল টেস্ট কমল কী করে
কুড়ি-একুশে অনেক এলাকায় কোভিড চেস্ট বাধ্যতামূলক করা হয়েছিল
তবে বাইশে কোভিড পজিটিভের সংখ্যা বাড়তেই কমল টেস্টের সংখ্যা
কারণ অনেকক্ষেত্রেই এখনও আতঙ্কে আঁটোসাটো শহরবাসী
তবে জেনে রাখা ভাল, কোভিড হলেও এখনও ততটা আশঙ্কা নেই
তৃতীয় ঢেউ থেকেই কমেছে মৃত্যু, দ্রুত কোভিড মুক্ত হচ্ছেন সবাই