এই কার্ডে আপনার পুরোনো ছবি পরিবর্তন করতে চাইলে মেনে চলুন এই পদক্ষেপ।

বরাবরই আর কার্ডের সময়ে সময়ে নথি আপডেট করতে বলে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)।

কার্ড ব্যবহারকারীর ব্যক্তিদের মোবাইল নম্বর সহ ঠিকানা পরিবর্তন হলেও তা আপডেট করতে বলে সংস্থা।

সেই ক্ষেত্রে আধার কার্ডে যদি আপনার পুরোনো ছবি পছন্দ না হয়, তবে তা পরিবর্তন করতে পারেন।

মনে রাখবেন, আধার কার্ডে ছবি পরিবর্তন করার কোনও অনলাইন প্রক্রিয়া নেই।

১ UIDAI ওয়েবসাইট uidai.gov.in-এ লগ ইন করতে হবে। সঙ্গে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করুন।

এনরোলমেন্ট ফর্ম পূরণ হলে আধার সেবা কেন্দ্রে জমা দিন। সেখানে আপনার বায়োমেট্রিক নেবে।

আপনার ছবি কেন্দ্রের কর্মীরা তুলবেন। যার জন্য কর্মচারীরা ২৫ টাকা + জিএসটি ফি হিসাবে নেবেন।

আধার কেন্দ্র থেকে ইউআরএন সহ একটি স্লিপ পাবেন। পরে ছবি পরিবর্তন হয়েছে কি না তা জানতে URN ব্যবহার করতে পারেন।