বর্তমানে এই কার্ডের মাধ্যমে ক্রমবর্ধমান সুবিধার পাশাপাশি জালিয়াতির ঘটনাও দ্রুত বৃদ্ধি পেয়েছে।

অনেক সময় বিশ্বাস করে আধার কার্ডের বিশদ বিবরণ অজানা ব্যক্তির সঙ্গে শেয়ার করে ফেলেন কার্ডহোল্ডার। সেই থেকেই শুরু হয়ে যায় জালিয়াতির ঘটনা।

এই পরিস্থিতিতে, সময়ে সময়ে আধার কার্ডের হিস্ট্রি যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ।এর মাধ্যমে আপনি আধার কার্ড কোথায়-কোথায় ব্যবহার করা হয়েছে তা জানতে পারবেন।

জেনে নিন, কীভাবে দেখতে পারবেন আধার কার্ডের হিস্ট্রি।

প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন https://uidai.gov.in/ । এখানে My Aadhaar অপশনে ক্লিক করে আধার পরিষেবার বিকল্পটি নির্বাচন করুন।

এবার Aadhaar Authentication History নির্বাচন করুন।এর পরে আপনার কাছে আধার নম্বর চাওয়া হবে, যেখানে ১২ নম্বরের আধার নম্বর লিখে ক্যাপচা কোড দিন।

এবার ওটিপি এলে তা এন্টার করুন। এই পর্বে কোন নির্দিষ্ট সময়ের জন্য আপনি আধার কার্ডের হিস্ট্রি যাচাই করতে চান তা বেছে নিন।

আপনি একসঙ্গে মোট ৫০টি আধার লেনদেনের বিবরণ জানতে পারবেন। এখানে আপনি আধারের হিস্ট্রি দেখে আপনার আধার কার্ডের অপব্যবহার হয়েছে কি না তা বুঝতে পারবেন।

আপনি যদি আধারের ইতিহাসে কোনও ভুল লেনদেনের তথ্য পান, তবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব অভিযোগ দায়ের করতে হবে।

এর জন্য আপনি UIDAI-এর টোল ফ্রি নম্বর - 1947-এ কল করে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। এছাড়াও help@uidai.gov.in -এ ইমেইল ​​করতে পারেন।