ইদে বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করলেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী, অভিনেতা আয়ুশ শর্মা। হাজির হন বলিউড তারকারা। এদিনের পার্টিতে হাজির ছিলেন স্বয়ং সলমন খান। আপাদমস্তক কালো পোশাকে বেশ নজর কাড়ছিলেন ভাইজান। পার্টির শুরুর দিকেই পৌঁছে যান নেহা শর্মা ও আয়শা শর্মা। এরপর একে একে আসেন আলভিরা খান অগ্নিহোত্রী ও তাঁর স্বামী অতুল অগ্নিহোত্রী। তারকা সমাগম শুরু হলে একে একে দেখা মেলে মণীশ পাল, দিয়া মির্জা, পলক মুছলের। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন 'টাইগার'-এর সহকর্মী ক্যাটরিনা কাইফও। তবে এলেন একাই। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন শেহনাজ গিল, অনিল কপূর, সোহেল খান, আরবাজ খান, দিশা পাটনি, সঙ্গীতা বিজলানি। ঝলমলে পোশাকে নজর কাড়লেন তারকা দম্পতি জেনেলিয়া ডিসুজা ও রীতেশ দেশমুখ। ক্যামেরাবন্দি হলেন সস্ত্রীক কবীর খান। এলেন রাঘব জুয়াল। সোনাক্ষী সিংহ এলেন 'প্রেমিক' জাহির ইকবালের সঙ্গে। এসেছিলেন সলমা খান, হেলেন। ছিলেন কার্তিক আরিয়ান, মণীশ মলহোত্র, ইব্রাহিম আলি খান, সুনীল শেট্টি, হুমা কুরেশি, তব্বু প্রমুখ।