ফের নতুন চরিত্র, নতুন গল্প, নতুন জুটি। নতুন ছবি নিয়ে আসছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এই ছবিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে জিতু কমলকে। অংশুমান প্রত্য়ুষের পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি 'আপনজন' এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে। 'এসকে মুভিজ' এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা। চলতি মাসেই শ্যুটিং শুরু হওয়ার কথা এই ছবির। শ্যুটিং হওয়ার কথা লন্ডনে ও কলকাতায়। ছবিতে ঋতাভরীর চরিত্রের নাম রূপা, একজন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবিতে জিতু কমলের চরিত্রের নাম পার্থিব। একজন সিঙ্গল ফাদারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ঘটনাচক্রে দেখা যায় রূপা ও পার্থিবর। বাড়ে যোগাযোগ, আলাপ... তারপরে ভাল লাগা। কিন্তু শিশুদের ভবিষ্যৎ ভাবনাই হয়ে দাঁড়ায় রূপা ও পার্থিবের সম্পর্কের পিছুটান।