'হইচই'-এর নতুন নারীকেন্দ্রীক ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন সন্দীপ্তা সেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অঙ্গনা রায়, তাঁর চরিত্রের নাম গোধূলি। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, তাঁর চরিত্রের নাম সৌম্য। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রুকমা রায়, তাঁর চরিত্রের নাম নম্রতা। সন্দীপ্তার স্বামীর চরিত্রে থাকছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, তাঁর চরিত্রের নাম ঋষভ। হ্যাশট্যাগ মিটু (#MeToo)-র অভিযোগকে কেন্দ্র করে এক তোলপাড় হয়ে যাওয়া সংসারের গল্প বলবে এই সিরিজ। সন্দীপ্তা বলছেন, 'এই সিরিজটা আমার কাছে স্বপ্নের। একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময় চাই একটা শক্তিশালী চরিত্রকে ফুটিয়ে তুলতে' হইচই (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই সিরিজ।