অনুশ্রী মেটার পরিচালনায় জি ফাইভে মুক্তি পেল নতুন ছবি 'মিসেস আন্ডারকভার' ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, তাঁর চরিত্রের নাম দুর্গা। রাধিকার সঙ্গে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে। এক গোয়েন্দা গৃহবধূর চরিত্রে দেখা যাবে রাধিকাকে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাজেশ শর্মা জি ফাইভে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই নারীকেন্দ্রিক ছবিটি। এই ছবিতে রাধিকার শাশুড়ির ভূমিকায় দেখা গিয়েছে লাবণী সরকারকে।