অভিনব আয়োজনে মুক্তি পেল আবার বিবাহ অভিযানের নতুন গান মন বাজারে



কলকাতার বুকে যেন তুলে আনা হল এক টুকরো তাইল্যান্ডকে। আয়োজন করা হল পুল পার্টির।



হাজির ছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য, রুদ্রনীল ঘোষ ও সৌরভ দাস



নায়কদের সঙ্গী হলেন সোহিনী সরকার ও প্রিয়ঙ্কা সরকারও। নাচে, গানে জমল অনুষ্ঠান। মুক্তি পেল নতুন গান 'মন বাজারে'



এই ছবিতে কমিক চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। এটি বিবাহ অভিযান ছবির সিক্যুয়াল



সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' মূলত তাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি, অনির্বাণের চরিত্রের নাম গণশা



২০১৯ সালে মুক্তি প্রাপ্ত 'বিবাহ অভিযান' ছবির মতোই এই দ্বিতীয় ভাগের চিত্রনাট্য ও গল্পও রুদ্রনীলের লেখা।



শ্যুটিংয়ের বেশিরভাগই তাইল্যান্ডের বিদেশি লোকেশনে ও আংশিক কলকাতায় হয়েছে।