ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল মডেলিং। নিজের পোশাক তিনি নিজেই ডিজাইন করতেন, তারপর বানিয়ে নিতেন গ্রামের দর্জিকে দিয়ে।
কঙ্গনা রানাউত কেরিয়ার শুরু করতে চেয়েছিলেন মডেলিং দিয়েই। কিন্তু তাঁর কপালে ভবিষ্যৎ নিয়ে ছিল অন্য লেখনিই।
সদ্য একটি সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, তিনি বাড়ি ছেড়েছিলেন ১২ কি ১৩ বছর বয়সে। কঙ্গনার বাড়ি ছিল হিমাচল প্রদেশে। কলেজে পড়াশোনা করার সময়ই তাঁর শখ ছিল মডেলিংয়ের
মুম্বইতে মডেলিংয়ের কাজ করতে এসেছিলেন কঙ্গনা। কিন্তু সেখানে তাঁকে হেনস্থা হতে হয়েছিল উচ্চতা নিয়ে।
কঙ্গনার উচ্চতা ছিল ৫.৭ফুট। কিন্তু মুম্বইতে প্রত্যাশা করা হত, দিল্লির মেয়েদের উচ্চতা হবে অন্তত ৬ ফুট
দিনের পর দিন অডিশন দিয়ে বিভিন্ন অফিসের বাইরে বসে থাকতেন কঙ্গনা, সুযোগ পেতেন না কাজের।
কঙ্গনাকে শুনতে হয়েছিল, 'আজও তুমি কাজ পেলে না! মডেলিংয়ের কেরিয়ারে তোমার কিচ্ছু হবে না।'
কঙ্গনা আরও বলেন, তিনি জেদ করে মুম্বইতেই থেকে যান। দিনের পর দিন অডিশন দিতে থাকেন অভিনয়ে।
অবশেষে সুযোগ আসে ছবির হাত ধরেই। অনুরাগ বসুর গ্যাংস্টার ছবির হাত ধরে বলিউডে পা রাখেন কঙ্গনা
প্রথমে অবশ্য বয়স কম থাকার জন্য এই ছবি থেকে প্রায় বাতিল হয়ে যাচ্ছিলেন কঙ্গনা