২০১১ সালে রবি বাবুর পরিচালনায় 'নুভিলা' ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন। তাঁর সঙ্গে ছবিতে ইয়ামি গৌতমও ছিলেন। ২০১২ সালে তেলুগু ছবি 'লাইফ ইজ বিউটিফুল' ছবিতে দেখা যায়। ২০১৭ সালে মুক্তি প্রাপ্ত 'অর্জুন রেড্ডি' তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসে। প্রশংসিত ও সমালোচিত হয় তাঁর অভিনয় ও ছবি। ২০১৮ সালে পরপর ৬টি ছবি মুক্তি পায় বিজয়ের। সাফল্য ধরা দিতে থাকে তাঁর কাছে। মুক্তি পায় 'ইয়ে মন্ত্রম ভেসাভে'। ওই বছরেই মুক্তি পায় 'গীত গোবিন্দম'। রশ্মিকা মান্দান্নার সঙ্গে জুটি বাঁধেন তিনি। ২০১৮ সালেই মুক্তি পায় বিজয় দেবেরাকোন্ডার 'নোটা'। এটিই তাঁর প্রথম তামিল ছবি। ২০১৯ সালে মুক্তি পায় 'ডিয়ার কমরেড'। ফের এই ছবিতে একসঙ্গে দেখা যায় রশ্মিকা মান্দান্না ও বিজয় দেবেরাকোন্ডাকে। ২০১৯ সালেই মুক্তি পায় 'মীকু মাথরামে চেপথা'। এই ছবির প্রযোজকও তিনি নিজেই। ক্যামিও চরিত্রে দেখা যায় বিজয়কে। ২০২২ সালে বলিউডে পা রাখেন বিজয় দেবেরাকোন্ডা। 'লাইগার' ছবিতে অনন্যা পাণ্ডের বিপরীতে দেখা যায় তাঁকে। মুক্তির অপেক্ষায় সামান্থা রুথ প্রভুর সঙ্গে 'কুশি' ছবিতে। আজ অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে মুক্তি পেল প্রথম গান।