দুধ সাদা গাউনে মুক্তোর সফেন সৌন্দ্যর্য্য, এই প্রথম মেট গালার রেড কার্পেটে পা রাখলেন আলিয়া ভট্ট। মেট গালার জন্যই এই প্রথম একরত্তি রাহাকে ছেড়ে আসতে হল আলিয়াকে, কন্যা ছিল মুম্বইতেই। আলিয়ার মনে হয়েছিল, 'এমন হতে পারে না যে কেউ আমায় মুম্বই থেকে তুলে নিয়ে মেট গালার কার্পেটে বসিয়ে দিল?' গাড়ি থেকে মেট গালার রেড কার্পেটে নামতে পা কেঁপেছিল আলিয়ার। আলিয়া চেয়েছিলেন তাঁর পোশাকে থাকুক ভারতীয় সৌন্দ্যর্য্যের ছোঁয়া, সেই মতোই বেছে নেওয়া হয়েছিল মুক্ত। বিশাল মুক্তো ঘেরের গাউন আর হাই হিলের জুতো সামলাতেও বেশ বেগ পেতে হয়েছিল আলিয়াকে। ভয়, আনন্দ, উদ্বেগ সবই ছিল মনের মধ্যে, তবে আলিয়ার মুখে যা ধরা পড়ল, তা শুধুমাত্র আত্মবিশ্বাস।