বলিউডের বাইরের জগত থেকে আসলেও গত কিছু বছরে নিজেকে একেবারেই বদলে নিয়েছেন শাহিদ কপূরের স্ত্রী মীরা

তাঁর ফ্যাশন সেন্স এবং স্টাইল স্টেটমেন্ট দেখলে অবাক হতে হয়। কোনও অংশে বি টাউনের নায়িকাদের থেকে কিছু কম যান না

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি এবং ভিডিও পোস্ট করেন মীরা রাজপুত কপূর

তাঁকে দেখা যায় একাধিক ফোটোশ্যুটে। আর সেসবগুলিতেই ক্রমশ অবাক করছেন মীরা

সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মীরা

নানা সময়ে একাধিক ব্র্যান্ডের প্রোমোশনেও দেখা যায় শাহিদ কপূরের স্ত্রীকে

মীরা কপূরের ছবিতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। তাঁদের মধ্যে অনেকেই তাঁকে করিনা কপূর খানের সঙ্গে তুলনা করেছেন

এমনকি বেশ কিছু নেট নাগরিক কমেন্ট করেছেন যে, মীরাকে করিনার থেকেও দেখতে সুন্দর বলে

বলিউডের অন্যতম চর্চিত জুটি শাহিদ কপূর এবং মীরা কপূর। ২০১৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই সন্তান রয়েছে তাঁদের

কাজের ব্যস্ততার ফাঁকে সময় পেলেই দুই সন্তানকে সঙ্গে নিয়ে বেড়াতে চলে যান শাহিদ-মীরা