যা ছুঁয়ে দেখছেন, ফলছে সোনা
বলিউডে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠেছেন
তবে আজও শিশুসুলভ কার্তিক আরিয়ান
পরেশ রাওয়ালের সঙ্গে অভিজ্ঞতা শোনালেন
'শেহজাদা' ছবিতে রয়েছেন পরেশ রাওয়ালও
একটি দৃশ্যে তাঁকে চড় মারতে হতো
কিন্তু তা করতে গিয়ে ঘেমেনেয়ে একসা নায়ক
পরেশই নাকি শেষে আশ্বস্ত করেন তাঁকে!
দৃশ্যের প্রয়োজনেই চড়া মারা উচিত, বোঝান
সর্বসমক্ষেই সেই অভিজ্ঞতা জানালেন কার্তিক