'কাছের মানুষ' -এর মুক্তি দাও গানটি তৈরির পর থেকেই বেশ মনে ধরেছিল ছবির নায়িকা ইশা সাহার। সোনু নিগমের গলায় এই গান শুনে, নিজেও গাইতে ইচ্ছা হয়েছিল ইশার। যেমন কথা তেমন কাজ, মুক্তি দাও রেকর্ড করে ফেললেন ইশা সাহা, উৎসাহ দিয়েছিলেন দেব। এই গান পৌঁছয় সোনু নিগমের কাছে, সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেন সঙ্গীতশিল্পী পছন্দের গায়কের প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ইশা, সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদও জানান। সামনেই মুক্তি পাবে ইশার নতুন ছবি মিথ্যে প্রেমের গান এই ছবিতে ইশার বিপরীতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্যকে। তবে গান নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা নেই ইশার, অভিনয়েই মন দিতে চান নায়িকা।