নতুন ছবিতে জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী অর্জুন দত্ত নিয়ে আসছেন নতুন গল্প ডিপ ফ্রিজ বিবাহ বিচ্ছেদ পরবর্তী সম্পর্কের গল্প বলবে এই ছবি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায়। চরিত্রের বিভিন্ন দিকগুলি ছবিতে তুলে ধরতে পছন্দ করেন অর্জুন, এবারের প্রয়াসও তাই। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায় । ছবিতে তাতাইয়ের চরিত্রে দেখা যাবে লক্ষ্য ভট্টাচার্য্যকে। ছবিতে আবিরের চরিত্রের নাম স্বর্নাভ। তনুশ্রীর চরিত্রের নাম মিলি। ছবির সিনেমাটোগ্রাফার সুপ্রতীম ভোল, সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সৌম্য রীত কালার্স অফ ড্রিম এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।