নতুন ধারাবাহিকে নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন অভিষেক বসু পরিবার আর বক্সিংয়ের টানাপোড়েনে ভুগতে থাকা নায়কের জীবনে হঠাৎ একঝলক হাওয়ার মতোই 'ফুলকি'। এই ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিব্যানী মণ্ডলকে ই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রাখছেন দিব্যানি জি বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। রাজেন্দ্র প্রসাদ দাসের পরিচালনায় তৈরি হচ্ছে এই ধারাবাহিক ধারাবাহিকে প্রাক্তন বক্সিং খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে অভিষেককে। 'মিঠাই' ধারাবাহিক শেষ হওয়ার পরে এই ধারাবাহিকে ফের নতুন চরিত্রে দেখা যাবে কৌশাম্বিকে জি বাংলার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক