সাদা শার্ট আর নীল ডেনিমে মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি রশ্মিকা মন্দানা

খোলা চুলের সঙ্গে মাথায় টুপি পরেছিলেন রশ্মিকা। পাপারাৎজিদের দিকে হেসে পোজও দেন নায়িকা।

২০ তারিখ আসছে রশ্মিকার নতুন ছবি মিশন মজনু, বিপরীতে সিদ্ধার্থ মলহোত্র।

শান্তনু বাগচীর পরিচালনায় এই থ্রিলার ঘরানার ছবি ১৯৭০ সালের প্রেক্ষাপটে তৈরি, রশ্মিকার চরিত্রও অন্যরকম।

তবে বড়পর্দায় নয়, এই ছবি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে, নেটফ্লিক্সে।

অমিতাভ বচ্চনের সঙ্গে রশ্মিকা মন্দানাকে দেখা গিয়েছে 'গুডবাই' ছবিতে।

এছাড়াও রণবীর কপূরের সঙ্গে 'অ্য়ানিম্যাল ছবিতে দেখা যাবে রশ্মিকাকে।

'মিশন মজনু'-র বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রশ্মিকা।

সম্প্রতি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার গুঞ্জন ছড়িয়েছিল রশ্মিকাকে নিয়ে।

কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে আপাতত কাজেই মনোনিবেশ করেছেন রশ্মিকা