আজ জন্মদিন বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বার। একনজরে চোখ
ABP Ananda

আজ জন্মদিন বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বার। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্যগুলিতে

কলেজে পড়াকালীনই মডেলিং করতে শুরু করেন মিনিশা। এলজি, সোনি,
ABP Ananda

কলেজে পড়াকালীনই মডেলিং করতে শুরু করেন মিনিশা। এলজি, সোনি, ক্যাডবেরি এবং অনেক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হিসেবে দেখা গিয়েছে

বিজ্ঞাপনের শ্যুটিং চলাকালীন সুজিত সরকারের নজরে পড়েন,
ABP Ananda

বিজ্ঞাপনের শ্যুটিং চলাকালীন সুজিত সরকারের নজরে পড়েন, প্রথম পরিচালিত ছবি 'ইয়াঁহা'তে মিনিশাকে কাজের প্রস্তাব দেন

'ইয়াঁহা' দিয়েই কেরিয়ার শুরু হয় মিনিশার। এরপর কখনও পার্শ্বচরিত্রে

'ইয়াঁহা' দিয়েই কেরিয়ার শুরু হয় মিনিশার। এরপর কখনও পার্শ্বচরিত্রে তো কখনও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন

'কর্পোরেট', 'অ্যান্থনি কৌন হ্যায়', 'হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, 'অনামিকা', 'দশ কাহানিয়া', 'ভেজা ফ্রাই ২' এবং

পরিচালক শ্যাম বেনেগালের ছবিতেও অভিনয় করেছেন। শ্যাম বেনেগাল ও মিনিশা লাম্বার ছবি 'ওয়েল ডান আব্বা' জাতীয় পুরস্কার পায়

মিনিশা লাম্বার কেরিয়ারের অন্যত সফল ছবি 'বচনা অ্যায় হাসিনো'। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়

টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এও প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে মিনিশা লাম্বাকে

২০১৫ সালে নাইটক্লাব মালিন রায়ান থামকে বিয়ে করেন মিনিশা লাম্বা। যদিও এই বিয়ে স্থায়ী হয়নি

২০২১ সালে নতুন সঙ্গীর সঙ্গে পরিচয় করিয়ে দেন মিনিশা। ব্যবসায়ী আকাশ মালিকের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন