বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা রকুলপ্রীত সিংহ। মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি 'ছত্রিওয়ালি'। ২০০৯ সালে কন্নড় ছবি 'গিল্লি'র হাত ধরে অভিনয় জগতে পা রাখেন। তাঁর প্রথম হিন্দি ছবি 'ইয়ারিয়াঁ'। মুক্তি পায় ২০১৪ সালে। তামিল ও তেলুগু ছবিতে একের পর এক অভিনয় করে গেছেন রকুলপ্রীত। ঠিক ৪ বছর পর ২০১৮ সালে তাঁর দ্বিতীয় হিন্দি ছবি 'আইয়ারি' মুক্তি পায়। ২০১৯ সালে মুক্তি পায় হিন্দি ছবি 'দে দে পেয়ার দে'। অভিনয় করেছিলেন অজয় দেবগণ ও তব্বুর সঙ্গে। ২০১৯ সালে তাঁর পরের হিন্দি ছবি 'মরজাওয়াঁ' মুক্তি পায়। ২০২২ সালে তিনি একের পর এক হিন্দি ছবিতে কাজ করেছেন। 'অ্যাটাক', 'রানওয়ে ৩৪', 'কাটপুতলি', 'ডক্টর জি', 'থ্যাঙ্ক গড' ছবিগুলি মুক্তি পায় ২০২২ সালে। ২০২৩-এ 'ছত্রিওয়ালি' মুক্তি পাওয়ার কথা। তাছাড়াও কাজ করছেন ভিন্ন ভাষার আরও চারটি ছবিতে।