বাংলা ছবিতে এবার নতুন জুটি, জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

অংশুমান প্রত্যুষের পরিচালনায় আসছে নতুন ছবি বাবুসোনা

এই ছবিতে একজন চোরের ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে, চরিত্রের নাম সোনা

আগামী মাস থেকে ছবির শ্যুটিং শুরু হবে লন্ডনে

ছবিতে একজন অপহরণকারীর ভূমিকায় দেখা যাবে জিতুকে।

অ্যাকশন কমেডির এই ছবিতে জিতুর চরিত্রের নাম বাবু

একটি অপহরণের ঘটনায় প্রথমে আলাপ, তারপরে প্রেমে পড়ে বাবু ও সোনা।

ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে জিতু ও শ্রাবন্তীর লুক। কোঁকড়ানো চুলে বেশ অন্যরকম লুকে ধরা দিয়েছেন শ্রাবন্তী।