ধারাবাহিক 'ফাগুনের মোহনা'য় এখন সমস্যার কেন্দ্রে আয়ুষ, মোহনা ও ঐন্দ্রিলা। আয়ুষ ও মোহনার ঘনিষ্ঠ ছবি ঐন্দ্রিলার মোবাইলে পাঠায় অচেনা একটি নম্বর। আয়ুষের বাড়িতে এসে, মোহনার দিকে টাকা ছুঁড়ে দিয়ে তাঁকে বেরিয়ে যেতে বলে ঐন্দ্রিলা। আয়ুষ তার এই কাজে রেগে গিয়ে বাড়ি থেকে বের করে দেয় ঐন্দ্রিলাকে। অপমান করে জানায়, সে এই বাড়ির কেউ নয়। ঘটনায় ভীষণ অপমানিত হয় ঐন্দ্রিলা। পরের দিনই বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে আয়ুসের বাড়িতে হাজির হয় ঐন্দ্রিলা। সে জানায়, আয়ুষের সন্তানের মা হতে চলেছে সে, আর তাই, তাকে বিয়ে করতে বাধ্য আয়ুষ। এই কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে রুমঝুম। অবাক হয় সে। অন্যদিকে অনুরাধার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। সে কাউকেই চিনতে পারছে না। পরিস্থিতি দেখে রুমঝুম অম্বরকে বলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে। অনুরাধার অসুস্থতার আসল কারণ কে জানে? রুমঝুম কি পারবে বাড়ির সবাইকে সত্যিটা বিশ্বাস করাতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।