পুরোদমে চলছে 'পোনিয়িন সেলভান ২' ছবির প্রচার পর্ব। দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রম, তৃষা, কার্তি ও জয়ম রবিকে।

মঙ্গলবার অভিনেতাদের সঙ্গে পরিচালক মণি রত্নম, সঙ্গীত পরিচালক এ আর রহমান মুম্বইয়ে এক বিশেষ অনুষ্ঠানে হাজির হন।

অনুষ্ঠানে আবেগঘন হয়ে পড়েন ঐশ্বর্য। শ্রদ্ধা জানিয়ে পরিচালকের পা ছুঁয়ে প্রণাম করেন।

পরিচালককে দেখে আনন্দিত অভিনেত্রী তাঁকে জড়িয়ে ধরেন। পোজ দেন ক্যামেরার জন্য।

প্রসঙ্গত, মণি রত্নমের হাত ধরেই প্রথম অভিনয় জগতে পা রাখেন ঐশ্বর্য। পরিচালকের সঙ্গে তাঁর প্রথম কাজ, তামিল ছবি 'ইরুভর'।

এদিনের অনুষ্ঠানে আইভরি রঙের অনারকলি স্যুট পরেছিলেন বলিউড সুন্দরী। তাতে ছিল সূক্ষ্ম সোনালী কাজ।

'পোনিয়িন সেলভান'-এর দ্বিতীয় ভাগের ঘোষণা গতবছরের শেষের দিকেই করেছিলেন পরিচালক।

ছবির ট্রেলারে নন্দিনীর বেশে নজর কেড়েছেন ঐশ্বর্য্য রাই বচ্চন।

ছবির দুই পর্বের শ্যুটিংই পরিচালক একসঙ্গে সেরেছেন। ২৮ এপ্রিল মুক্তি পাবে ছবি।

গোটা বিশ্বজুড়ে, তামিল, তেলুগু, হিন্দি, মালয়লম ও কন্নড় ভাষায় 'পোনিয়িন সেলভান ১' ৫০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। এখন দ্বিতীয় ভাগের অপেক্ষায় অনুরাগীরা।