নিক জোনাস (Nick Jonas) আর প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র রসায়ন বরাবরই নজরকাড়া।
কিন্তু সদ্য প্রিয়ঙ্কা চোপড়ার শেয়ার করে একগুচ্ছ ছবির একটিতে প্রিয়ঙ্কার দিকে অনর্থকভাবে তাকিয়ে থাকার জন্য ট্রোলড হতে হল তাঁরই স্বামী নিককে!
সদ্য প্রিয়ঙ্কা শেয়ার করে নিয়েছেন তাঁর ছুটি কাটানোর ছবি। রোমের মনোরম সৌন্দর্য্যে একে অপরের প্রেমে যেন ডুবেছেন নিক-প্রিয়ঙ্কা।
একটি সবুজ গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা। তার উপরে ওই একই রঙের একটি সবুজ ফার দেওয়া জ্যাকেট।
টপ নট করা চুলের থেকে আলোছালো লগস পড়েছে মুখের চারিদিকে। কোনও ছবিতে বাইরের সৌন্দর্য্যের দিকে অপলক তাকিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা একাই।
কোনও ছবিতে আবার ফ্রেমবন্দি নিক ও প্রিয়ঙ্কার রসায়ন। প্রেমিকার দিক থেকে যেন চোখ সরছে না নিকের।
এই ছবি নিয়েই ভিন্নমত পোষণ করেছেন নেটিজেনরা। অনেকে লিখেছেন, 'এভাবে কী দেখছেন? প্রিয়ঙ্কাকে আগে কখনও দেখেননি?'
ট্রোলিংয়ের উত্তর দিয়েছেন তাঁদের অনুরাগীরাই। তাঁরা লিখেছেন, 'একে বলে ভালবাসা, স্নেহ।'
অনুরাগীরা আরও লিখেছেন, 'প্রিয়ঙ্কা নিকের জীবনের একমাত্র প্রেম। প্রিয়ঙ্কা শুধুমাত্র নিকের।'
সঙ্গীতশিল্পীর চোখই যেন প্রমাণ দিচ্ছে, বছর পেরিয়েও প্রিয়ঙ্কার প্রতি তাঁর ভালবাসা কেবল গাঢ় হচ্ছে বই কি!