গল্প থেকে শুরু করে কাস্টিং, লুক থেকে শুরু করে জুটি, এসভিএফের সঙ্গে পরিচালক হিসেবে জুটি বেঁধেই একগুচ্ছ চমক দিচ্ছেন সৌরভ চক্রবর্তী 'হইচই' -এর ওয়েব প্ল্যাটফর্মের জন্য নতুন ওয়েব সিরিজ সাজিয়েছেন সৌরভ। নাম, 'রাজনীতি'। সৌরভের পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। তাঁর চরিত্রের নাম রাশি। দিতিপ্রিয়ার প্রেমিকের চরিত্রে থাকছেন অর্জুন চক্রবর্তী দিতিপ্রিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায় দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে গল্প অনুযায়ী, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যায় দিতিপ্রিয়ার চরিত্র, রাশি। ধীরে ধীরে রাশি সুস্থ হয়ে উঠলেও তার সামনে খুলে যায় অনেক অপ্রিয় সত্যের দরজা। পরিবারের কিছু রাজনীতি, গোপন সত্যি জানতে পেরে রাশির কাছে চেনা মানুষও হয়ে ওঠে অচেনা। তারপর? সেই উত্তর মিলবে হইচই-এর প্ল্যাটফর্মে, ওয়েব সিরিজ 'রাজনীতি'-তে।