অশ্লীল ইমেল, বিকৃত ছবি পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের দ্বারস্থ স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া ঘটনার সূত্রপাত 'শিবপুর' ছবি থেকে, এর জন্য় জুলাই মাসে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন স্বস্তিকা। স্বস্তিকার দাবি, তিনি চুক্তির থেকে বিন্দুমাত্র পয়সা বেশি নেননি, উপরন্তু থাকতে চেয়েছিলেন প্রচারেও। প্রযোজকদের অভিযোগ, টাকা নিয়েও প্রচারে থাকতে রাজি হচ্ছিলেন না স্বস্তিকা, আর তাই এই ধরণের হুমকি মেল। স্বস্তিকার দাবি বারে বারে প্রযোজনা সংস্থার থেকে প্রচারের পরিকল্পনা জানতে চেয়েও কোনও উত্তর পাননি তিনি। মেলে পাঠানো যাবতীয় ছবি, হুমকির ভাষা ও খুঁটিনাটি সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা খোদ। অভিনেত্রীর অভিযোগ, গত ১ মাস ধরে তাঁকে ও তাঁর মহিলা সহকারীকে বিভিন্ন অশ্লীল ইমেল ও হুমকি পাঠানো হচ্ছিল সরাসরি স্বস্তিকার নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে, মিটমাট না করে নিলে এর চেয়েও খারাপ ছবি ছড়িয়ে দেওয়া হবে স্বস্তিকা, তাঁর সহকারী এমনকি 'শিবপুর'-এর পরিচালক অরিন্দম ভট্টাচার্য্য পর্যন্ত খুনের হুমকি পেয়েছেন