আবারও লাইমলাইটে জাহ্নবী কপূর। তাঁর প্রথম ছবি 'ধড়ক'-এ তিনি অভিনেতা ঈশান খট্টরের বিপরীতে অভিনয় করেছিলেন। এবার মনীশ মালহোত্রার ডিজাইনার গাউনে সম্প্রতি নজর কাড়লেন অভিনেত্রী। সোনালি-রুপালি সিকুইন এমব্রয়ডারি করা কালো পোশাকে এদিন ফটোশ্য়ুটে ধরা দিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল মানানসই গয়না। প্রসঙ্গত, শোনা যাচ্ছে, তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউডের এই তারকা-কন্যা। তাঁর সঙ্গে নায়ক হিসেবে পাওয়া যাবে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকে । এর আগে একটি সাক্ষাৎকারে জাহ্নবী কপূর জানিয়েছিলেন তিনি জুনিয়র এনটিআর ও বিজয় সেতুপতির সঙ্গে কাজ করতে আগ্রহী। জানা গেছে, গত বছর শেষের দিকে মুম্বইয়ের খারে বিলাসবহুল ডুপ্লেক্সও কিনেছেন জাহ্নবী। বোন খুশি এবং বাবা বনি কপূরের সঙ্গে নতুন বাড়ির গৃহপ্রবেশের পুজোয় যোগ দিয়েছিলেন জাহ্নবী।