এবার একই পর্দায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায় ও প্রিয়ঙ্কা ভট্টাচার্যকে। আসছে নতুন ছবি 'সব চরিত্ররা'। এই শর্টফিল্মের পরিচালক দীপ।

অভিনয়ে ঋতব্রত ও প্রিয়ঙ্কা ছাড়াও দেখা যাবে দেবরাজ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার ও রানা বসু ঠাকুরকে।

এক উঠতি অভিনেতা। যে নিজের জায়গা তৈরি করতে স্ট্রাগল করছে। তাঁর জীবনে ঘটে যাওয়া এক ঘটনার গল্প বলবে 'সব চরিত্ররা'।

কুশল একজন অভিনেতা, সে নিজে জানে সে একজন দক্ষ অভিনেতা। কিন্তু সঠিক সুযোগ না পাওয়ায় এক আক্ষেপ তার মনে কাজ করে সারাক্ষণ।

একদিন রাতে হুট করেই কুশলের বাড়িতে এক ব্যক্তির আগমন ঘটে। ওই ব্যক্তি নিজের পরিচয় দেয়।

কিন্তু কুশলের সন্দেহ থেকেই যায় ওই আগন্তুকের সঠিক পরিচয় নিয়ে। আগন্তুকের আগমনকে কেন্দ্র করেই গড়ে উঠবে গল্প।

পরিচয় ও দ্বন্দ্বের মাঝেই এক সাসপেন্স ও টুইস্ট কাজ করবে গল্প যত এগিয়ে চলবে। কুশলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়।

আগন্তুকের চরিত্রে দেখা যাবে দেবরাজ ভট্টাচার্যকে। খানিক তথাকথিত 'টম বয়' চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কাকে।

গল্প এগোনোর সঙ্গে সঙ্গেই প্রিয়ঙ্কা ও আগন্তুকের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেইখানেই গল্পের শেষে টুইস্ট।

পরিচালক দীপের এটি তৃতীয় ছবি। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর অপর ওয়েব সিরিজ 'নেক্রো'।