মাত্র ২৪ বছর বয়সেই বার বার তার পরীক্ষা নিচ্ছে জীবন। হাসপাতালে লড়াই চলছে ঐন্দ্রিলা শর্মার। ঐন্দ্রিলার অসুস্থতায় পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অনুরাগী, প্রিয়জনেরা কিন্তু শরীরের সঙ্গে লড়াই? তা নিতান্তই একার ঐন্দ্রিলার, আর রোজ কঠিন হচ্ছে সেই লড়াই গতকাল জ্বর কমেছিল ঐন্দ্রিলার, কিন্তু আজ আবার জ্বর এসেছে তাঁর। ফের জ্বর আসায় সংক্রমণের চিকিৎসকেরা আশঙ্কা করছেন নতুন সংক্রমণের। এখনও সম্পূর্ণভাবে জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলা শর্মার। শ্বাসপ্রশ্বাসের অবস্থা ও রক্তচাপ স্থিতিশীল রয়েছে ঐন্দ্রিলার হাসপাতাল সূত্রে খবর, এখনও ‘সি প্যাপ’ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে।