চলতি বছরেই মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত নতুন ছবি 'খেলা যখন'
মিমি ছাড়াও ছবিতে রয়েছেন অর্জুন চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়
অরিন্দম শীল পরিচালিত ছবি 'খেলা যখন' মুক্তি পাচ্ছে ২ ডিসেম্বর।
এসভিএফ, ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা ও রাজপ্রতিম ভেঞ্চার্সের সঙ্গে হাত মিলিয়ে মুক্তি পাচ্ছে এই ছবি
প্রথমবার মিমি ও অর্জুনের সঙ্গে কাজ করছেন সুস্মিতা
রূপোলি পর্দায় প্রথমবার মিমি ও অর্জুনকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল 'বাপি বাড়ি যা' ছবিতে
এরপর বিরসা দাশগুপ্ত পরিচালিত 'ক্রিসক্রস' ছবির একটি গল্পে অর্জুনের বিপরীতে দেখা গিয়েছিল মিমিকে
ছোটপর্দায় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'গানের ওপারে' ধারাবাহিকে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল এই জুটি
এই ছবি অবশ্য প্রেমের গল্প নয়। টানটান এই থ্রিলারে রীতিমতো অ্যাকশন সিকোয়েন্সও দেখা যাবে।
সমস্ত দেখুন
দুরন্ত সারা!
জন্মদিনে আশুতোষ রানা
মেয়েকে বাড়ি নিয়ে এলেন আলিয়া-রণবীর
আসছে 'হস্টেল ডেজ়'