'সান বাংলা'য় আসতে চলেছে নতুন ধারাবাহিক। নাম 'সুনেত্রা'।

এই গল্পের প্রধান চরিত্র এক নাগ কন্যা। তার নাম সুনেত্রা।

সুনেত্রা ফিরে এসেছে তার সাত জন্মের প্রতিশোধ নিতে।

রাক্ষস দমন করে নাগমণিকে সুরক্ষিত করতে দেখা যাবে।

রাক্ষস দমনের এক মাত্র উপায় এক নাগিনের সঙ্গে এক মানুষের প্রণয়।

সুনেত্রা কি পারবে নাগমণিকে সুরক্ষিত করতে?

এক নাগকন্যার প্রণয় ও প্রতিশোধের গল্প বলবে এই ধারাবাহিক।

এই নতুন ধারাবাহিক শুরু হচ্ছে ১৪ নভেম্বর থেকে।

'সান বাংলা'য় এই ধারাবাহিক দেখা যাবে সন্ধ্যা ৭টায়।

অভিনয়ে শিবানি তোমর, প্রেম জ্যাকব ও ভরদ্বাজ।