নানা চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও প্রতি পদে প্রমাণ করেছেন অভিনয় ক্ষমতা কিন্তু 'টাইট্যানিক' আজও তাড়া করে বেড়ায় তাঁকে অস্কারজয়ী অভিনেতার গোড়ার দিকের কাজ কিন্তু আজও 'টাইট্যানিক' জড়িয়ে রয়েছে নামের সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চির নামে হয় নামকরণ বাবা-মায়ের বিচ্ছেদে ছোট থেকেই অভিনয়ে 'টাইট্যানিক' হাতছাড়া হওয়ার উপক্রম হয় কিন্তু যাতে হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন লিওনার্দো তবে ব্যক্তিগত জীবনে আজও থিতু হননি