কলকাতায় প্রথমবার পা রাখলেন ভূমি পেডনেকর। রবিবার একটি বিজ্ঞাপনের কাজে শহরে এসেছিলেন তিনি।



এদিন টলিগঞ্জে শ্যুটিং সারেন অভিনেত্রী ভূমি, কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গেও।



কলকাতা বললেই ভূমির মনে পড়ে চাট-ফুচকা, ক্রিকেট আর বিভিন্ন ইতিহাসের কথা।



এদিন সময় সংক্ষিপ্ত থাকার জন্য কলকাতায় ঘোরা হয়নি ভূমির, করা হয়নি তেমন কেনাকাটিও।



ভূমি খেতে ভালবাসেন, তাই কলকাতার কিছু বিশেষ খাবার এদিন আনিয়ে নিয়েছিলেন তিনি।



ভূমি বলেন, বলিউড নায়িকাদের সঙ্গে তাঁর খুবই ভাল সম্পর্ক।



ইয়ামি গৌতম থেকে শুরু করে কিয়ারা আডবাণী, একাধিক বলি নায়িকাদের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন ভূমি।



ভূমির কথায়, দুই নায়িকা যে বন্ধু হতে পারে না এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন।



ভূমি বলেছেন, বলিউডে তাঁর নিজের জায়গা তৈরি করার সফরটা ভীষণ শিক্ষার ছিল।



অভিনয়ের আগে কাস্টিং ডিরেকশনের কাজ করতেন ভূমি