শ্বশুড়ির বাড়িতে ফের নতুন বিপদের মুখে শিমুল ওরফে মানালি! বিয়ের আশীর্বাদী গয়না নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল শিমুলকে কেন শিমুল শুধু শাঁখা-পলা পরে রয়েছে, তা জানতে চায় বাড়ির সবাই সবার সন্দেহ হয়, শিমুল আশীর্বাদী গয়না বিক্রি করে দিয়েছে। বাড়িতে শুরু হয় অশান্তি আসল সত্যিটা সবাই জানতে চাইলে, বর আর শাশুড়িতে উত্তর দিতে নারাজ হয় শিমুল শিমুল জানায় একটি বিশেষ কাজে সে গয়নাগুলো কাজে লাগিয়েছে তবে তা এখনই প্রকাশ করা যাবে না সবসময়ের মতো শিমুল পাশে পায় তার ননদ পুতুলকে। বিরোধিতা করে শাশুড়ি, বর ও দেওর। সত্যিই শিমুল সেই গয়না দিয়ে কী করেছে, তা জানা যাবে আগামী পর্বে। আর এই ঘটনার সূত্র ধরেই বড় মোড় আসতে চলেছে শিমুল আর তার শ্বশুড়বাড়ির সম্পর্কে সব উত্তর মিলবে ধারাবাহিক কার কাছে কই মনের কথা-তে।