মঞ্চস্থ হল হাসন রাজার জীবন-দর্শন নিয়ে পালাধর্মী নাটক শূন্যের মাঝারে। গোটা নাটক জুড়ে রয়েছে তিরিশটির বেশি গান,নাচ। নাটকে কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শ্যামাশিস পাহাড়ি, মোনালিসা চট্টোপাধ্যায়, গৌতম চক্রবর্তী। রয়েছেন অঞ্জন রায়চৌধুরী, তনুশ্রী সাহা, বিদিশা সেন, শ্রেয়া সাহা, রুদ্রজ্য়োতি বন্দ্য়োপাধ্য়ায় সহ অনেক শিল্পীরা। বাংলা দেশের সাধক বাউল হাসন রাজার জীবন ও দর্শন নিয়ে তৈরি হয়েছে এই নাটক। মিনার্ভা থিয়েটারে ইতিমধ্য়েই মঞ্চস্থ হয়েছে এই নাটক। নাটকের সুর ও আবহ সঙ্গীত রচনা করেছেন অভিজিৎ আচার্য। শূন্যের মাঝারে নাটকের নির্দেশনায় রয়েছেন কৌশিক ঘোষ। নাটকের ভাবনায় রয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্য়ায়। দর্শক এই নাটক কতটা গ্রহণ করে অপেক্ষা সেটাই দেখার।