কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর একাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন। বিভিন্ন ছবিতে তাঁর ভয়েস ওভারও ব্য়বহার করা হয়েছে। শ্রদ্ধা কাপুর শুধু একজন দক্ষ অভিনেত্রীই নন, একজন ভালো গায়িকাও বটে। 'গালিয়ান', 'বাঘি'-এর 'সাব তেরা' সহ বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি। ফারহান আখতার শুধু একজন দক্ষ অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও একজন প্রতিভাবান গায়ক বটে। 'রক অন' ছবিতে তাঁর গানের দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া বলিউড এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই তাঁর গানের ক্ষমতার জন্য সুপরিচিত। আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করেছেন পিগি চপস। অভিনেতা হওয়ার আগে গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন আয়ুষ্মান খুরানা । 'ভিকি ডোনার', 'অন্ধাধুন' এবং আরও অনেক ছবিতে তাঁর গান মনে রেখেছে দর্শক।