৪ ডিসেম্বর, ২০২২, ধুমধাম করে বিয়ে সারেন 'শাকা লাকা বুম বুম'-এর করুণা অর্থাৎ অভিনেত্রী হংসিকা মোটওয়ানি।



বর সোহেল খাটুরিয়ার সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন রোম্যান্টিক ভেকেশনে গিয়ে।



হংসিকাকে নিয়ে বিতর্কও কম হয়নি। শোনা যায়, মেয়েকে 'বয়স্ক' দেখানোর জন্য নাকি মা-ই হরমোনের ইঞ্জেকশন দিতেন।



শিশুশিল্পী হিসেবে কাজের পর ২০০৭ সালে তিনি নায়িকার চরিত্রে আত্মপ্রকাশ করেন হিমেশ রেশমিয়ার 'আপ কা সুরুর' ছবিতে।



তখন, অনেকেই মন্তব্য করেছিলেন, শিশুশিল্পী হংসিকাকে দেখতে আচমকা এত প্রাপ্তবয়স্কদের মতো হল কী করে!



অনেকেই দাবি করেন, মেয়েকে 'নারীসুলভ' করে তুলতে অভিনেত্রীর মা নাকি গ্রোথ হরমোন ইনজেক্ট করতেন। এই নিয়ে হংসিকা কী বলেন?



হংসিকার 'লাভ শাদি ড্রামা'-এ দেখা যায় মাকে সান্ত্বনা দিচ্ছেন অভিনেত্রী, যিনি মেয়ের বিয়ে সম্পর্কে নেতিবাচক প্রেস কভারেজ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন।



তিনি মাকে সান্ত্বনা দিয়ে বলেন, 'তারকা হওয়ার খেসারত এগুলোই। আমি যখন ২১ বছরের ছিলাম তখনও ওঁরা এমনই বাজে কথা লিখেছিলেন...'।



'যদি তখন সেসব সহ্য করে নিতে পারি, এখনও পারব। লোকে তখন বলেছিল যে আমার মা আমাকে 'মহিলা' হয়ে ওঠার জন্য হরমোনাল ইঞ্জেকশন দিয়েছিলেন।'



তাঁর মা বলেন, 'যদি সেটা সত্যিই হত তাহলে আমি টাটা, বিড়লা বা অন্যান্য কোটিপতিদের থেকেও বড়লোক হতাম।'