বলিউডে প্রথম সারির অভিনেত্রী, অথচ কোনোদিন অভিনয়ে আসার কথা ভাবেননি হুমা কুরেশি! ইতিহাস নিয়ে দিল্লির কলেজ থেকে স্নাতক স্তরে পড়াশোনা করেছেন হুমা কুরেশি। একটা সময় থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন হুমা, কাজ করেছেন একাধিক NGO-তেও। প্রথম কেরিয়ার শুরু করেন বিজ্ঞাপন থেকে, সেখান থেকেই প্রথম সিনেমায় সুযোগ পান হুমা। হুমা যে অভিনয় করতে পারেন, তা প্রথম আবিষ্কার করেছিলেন অনুরাগ কশ্যপ। প্রথম তামিল ছবি বিল্লা ২-র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন হুমা কুরেশি। অনুরাগ কশ্যপের 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতে হুমার অভিনয় প্রশংসিত হয়েছিল। শোনা ব্যক্তিগত জীবনে এক লেখক পরিচালকের সঙ্গে সম্পর্ক ছিল হুমার, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বদলাপুর বা জলি এলএলবি-র মতো ছবিতে প্রশংসিত হয়েছে হুমা কুরেশির অভিনয় হুমার শেষ ছবি তারলা মুক্তি পেয়েছে জি ফাইভে।