শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত 'পাঠান' বক্সঅফিসে দুর্দান্ত সাফল্য় লাভ করেছিল। IMDb-র রির্পোটে রয়েছে ইয়ামি গৌতম অভিনীত 'চোর নিকাল কে ভাগা'। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল এই ছবি। ২০২৩ এর অন্য়তম বিতর্কিত ছবি 'দ্য় কেরালা স্টোরি'। বিশ্বব্য়াপী এই ছবির আয় ৩০৩.৯৭ কোটি। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল 'মিশন মজনু'। এখানে একজন RAW এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। 'পনিয়িন সেলভান ২' এবছরের অন্য়তম বড় হিট। মণি রত্নমের এই ম্য়াগনাম ওপাসে অন্য়তম নাম ভূমিকার অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। এবছরের অন্য়তম চর্চিত ছবি 'সিরফ এক বান্দা কাফি হ্যায়'। এই ছবির মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। এবছরের অন্য়তম জনপ্রিয় ছবি 'তু ঝুঠি ম্য়ায় মক্কার'। এই ছবিতে নাম ভূমিকার অভিনয় করছেন শ্রদ্ধা কপূর ও রণবীর কপূর। ২০২৩ এর অন্য়তম জনপ্রিয় ছবি 'ওয়ারিসু'। এই তালিকায় রয়েছেন সলমন খানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'।