সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত চর্চিত নাম উরফি জাভেদ। তাঁকে মানুষ চেনেন তাঁর 'অন্যরকম' পোশাক পরিচ্ছদের জন্য়ই। সম্প্রতি তাঁকে মুম্বইয়ে শ্যুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি করা গেল। কালো অফশোল্ডার লং পোশাকে নজর কাড়লেন তিনি। পোশাকের খানিকটা নেটের কাজ করা। খোলা চুল, ন্যুড মেকআপ ছিল উরফির। গলায় পরেছিলেন বড় লকেটের হার। হেসে পোজ দিলেন পাপারাৎজিদের। সাধারণত ফেলে দেওয়া বা একেবারের অব্যবহার্য জিনিস থেকেই নতুন ধরনের পোশাক বানিয়ে পরেন তিনি। তাঁর সাহসী পোশাকের প্রশংসাও করেন অনেকেই। বলিউডের একাধিক তারকাও তাঁর পাশে দাঁড়িয়েছেন। শোনা যাচ্ছে 'লভ সেক্স অউর ধোকা ২' ছবির হাত ধরে তিনি বলিউডে ডেবিউ করবেন।