কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার কমেডি চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে ইশা সাহাকে। তাঁর চরিত্রের নাম পিউ। সোশ্যাল কমেডি নিয়ে তৈরী হয়েছে নতুন ছবি, 'একটু সরে বসুন' বনফুলের গল্প থেকে অনুপ্রাণিত এই ছবির মুক্তি ২৪ নভেম্বর। কমলেশ্বরের কমেডি ছবি শুনে, চিত্রনাট্য না পড়েই কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন ইশা ঋত্বিকের সঙ্গে অভিনয় করে খুশি ইশা, বললেন, 'ওঁর থেকে অনেক কিছু শেখা-জানা যায়' এই ছবিতে রয়েছেন পাওলি দাম, পায়েল সরকার, মানসী সিংহও। ইশার মনে, কেবল নায়িকা হওয়া নয়, তাঁর কাছে গুরুত্বপূর্ণ প্রভাবশালী চরিত্র বারে বারে গভীর চরিত্রে কাজ করার পরে অন্য স্বাদের ছবি পেয়ে খুশি ইশা। সুযোগ পেলে আরও কমেডি ছবিতে অভিনয় করতে চান নায়িকা।