যে কোনও ধরনের জটিল ও সমস্যার মধ্যে থাকা নারী চরিত্র অনায়াসে পর্দায় নিখুঁত ফুটিয়ে তোলার ক্ষমতা রাখেন তব্বু। তা মূলধারার বাণিজ্যিক ছবি হোক বা স্বাধীন ছবি।
ঝুলিতে সফল, দুর্দান্ত ছবির সংখ্যা নেহাত কম নয়। তবে তিনি একাধিক বক্স অফিস সফল ও প্রশংসিত ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।
১৯৮২ সালে মুক্তি পায় 'বাজার' ও ১৯৮৫ সালে মুক্তি পায় 'হম নওজওয়ান'। এই দুই ছবিতেই তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন।
১৯৯১-তে তেলুগু ছবি 'কুলি নং ১' দিয়ে নায়িকার চরিত্রে ডেবিউ করেছিলেন তব্বু। বিপরীতে ছিলেন ভেঙ্কটেশ। বলিউডে তাঁর প্রথম ছবি, ১৯৯৪ সালের 'পহেলা পহেলা পেয়ার'।
২০০৩ সালে মুক্তি পায়, বিশাল ভরদ্বাজ পরিচালিত 'মকবুল'। উইলিয়াম শেক্সপিয়রের নাটক 'ম্যাকবেথ' অবলম্বনে তৈরি এই ছবিতে তব্বুর চরিত্রের নাম ছিল নিম্মি।
২০১৪ সালে মুক্তি পায় 'হায়দার'। এটিও শেক্সপিয়রের নাটক থেকে তৈরি। 'হ্যামলেট' অবলম্বনে তৈরি হয় ছবিটি।
২০০০ সালে মুক্তি পায় 'অস্তিত্ব'। একজন মহিলা, যাঁর এক গোপন অতীত রয়েছে, সেই চরিত্রে অভিনয় তব্বুকে সমালোচকদের প্রশংসা এনে দেয়।
২০০১ সালে মুক্তি পায় 'চাঁদনি বার'। এই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে দ্বিতীয় জাতীয় পুরস্কার পান তিনি।
২০০৬ সালে মুক্তি পায় 'দ্য নেমসেক'। অবিস্মরণীয় হলিউড ডেবিউ করেন তব্বু এই ছবির হাত ধরে।
অভিনেত্রীর প্রথম সারির কাজগুলির মধ্যে অবশ্যই থাকবে 'দৃশ্যম' ছবিটি। ২০১৫ সালের এই ছবি বিখ্যাত মলয়ালি ছবির রিমেক।