২০২৩ সালের ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার ৩'। চলতি বছরের অন্যতম বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার এটি। ছবির নির্মাতারা 'টাইগার ৩'-র ইংরেজি সাবটাইটেল সমেত দক্ষিণ ভারতে রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে শুরু হয়েছে টিকিটের অগ্রিম বুকিং। এক পাকিস্তানি সামরিক নেতা এক প্রাইভেট সন্ত্রাসবাদী সংস্থার হাতে কাজ দেয় ভারতে একের পর এক হামলা চালানোর। শাহরুখের 'পাঠান' আছে অ্যামাজন প্রাইমে। কমল হাসন অভিনীত 'বিক্রম' দেখতে পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টারে। এক স্পেশাল এজেন্ট যে সিরিয়াল কিলিং সম্পর্কে একটি কেসের তদন্ত করছেন। YRF স্পাই থ্রিলার ইউনিভার্সের অন্যতম দুই তারকা টাইগার শ্রফ, হৃত্বিক রোশন। তাঁদের ছবির নাম 'ওয়ার'। এই ছবি দেখতে পাওয়া যাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়। তামিল ডিটেকটিভ থ্রিলার ঘরানার ছবি 'থুপ্পরিভালান'। মুখ্য চরিত্রে অর্থাৎ এক প্রাইভেট গোয়েন্দার চরিত্রে দেখা গেছে অভিনেতা বিশালকে। অপর এক টানটান উত্তেজনাযুক্ত ছবি যেখানে সলমন খানের 'এক থা টাইগার'। RAW এজেন্টের ভূমিকায় দেখা গেছে তাঁকে। অ্যামাজন প্রাইমে মিলবে এই সিনেমা। এই তালিকায় আছে তামিল ছবি 'ভিভেগাম'ও। অজিত অভিনীত এই ছবিতে তাঁকে সন্ত্রাসবাহিনীদের হামলা রোখার দায়িত্বে পাঠানো হয়। হটস্টারে পাবেন এই ছবি। অক্ষয় কুমার অভিনীত টানটান উত্তেজনার স্পাই থ্রিলার ঘরানার ছবি 'বেবি'। তাঁর সঙ্গে ছিলেন একাধিক জনপ্রিয় অভিনেতা। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। জন আব্রাহাম অভিনীত 'মাদ্রাজ ক্যাফে' দেখতে পাবেন নেটফ্লিক্সে। রাজনৈতিক গুপ্তচরবৃত্তির ছবিটি বেশ ভালবেসেছিলেন দর্শক।