লম্বা চুল এলোমেলো হয়ে ছড়িয়ে আছে মুখের চারিদিকে। চোখের চাউনিতে রহস্য? নাকি ভৌতিক কিছু?



'পেত্নি'-র বেশে এ কোন উষসী রায়! আজ প্রকাশ্যে এল 'আড্ডা টাইমস'-এর নতুন ওয়েব সিরিজ 'পেত্নি'-র টিজার ও ফার্স্ট লুক।



অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন উষসী, নাম রাকা সেন।



এই ওয়েব সিরিজে একজন পুলিশের ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে।



এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়



এই সিরিজে রাকার বন্ধুর চরিত্রে দেখা যাবে জেসমিন রায়কে।



এই প্রথম ভূতের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে উষসীকে।



গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শুভ্রজিৎ দত্ত