প্রিয় সহ-অভিনেত্রীর বিয়ে উপলক্ষ্যে কি জয়সলমীরে দেখা যাবে সপত্নী শাহিদকে?
ABP Ananda
Image Source: SHAHID KAPOOR INSTAGRAM, MIRA RAJPUT INSTAGRAM, KIARA ADVANI INSTAGRAM, SIDHARTH MALHOTRA INSTAGRAM

প্রিয় সহ-অভিনেত্রীর বিয়ে উপলক্ষ্যে কি জয়সলমীরে দেখা যাবে সপত্নী শাহিদকে?

এই মুহূর্তে সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদবানির বিয়ের গুঞ্জনে তোলপাড় টিনসেল টাউন।
ABP Ananda

এই মুহূর্তে সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদবানির বিয়ের গুঞ্জনে তোলপাড় টিনসেল টাউন।

এবার শোনা গেল, সেখানে হয়তো স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে যেতে পারেন শাহিদ কাপুরও।
ABP Ananda

এবার শোনা গেল, সেখানে হয়তো স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে যেতে পারেন শাহিদ কাপুরও।

'কবীর সিংহ' ছবিতে শাহিদ-কিয়ারার যুগলবন্দি দুরন্ত জনপ্রিয় হয়েছিল।

'কবীর সিংহ' ছবিতে শাহিদ-কিয়ারার যুগলবন্দি দুরন্ত জনপ্রিয় হয়েছিল।

দুজনের অফ-স্ক্রিন বন্ধুত্বও 'কফি উইথ কর্ণ'-এ উঠে এসেছে।

সেখানে সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্ক নিয়ে খুনসুটি করতে শোনা গিয়েছিল শাহিদকেও।

এবার দুজনের বিয়েতে আমন্ত্রিতের তালিকাতেও থাকছেন কবীর সিংহ-এ কিয়ারার সহ অভিনেতা, গুজব এমনই।

কর্ণ জোহর, বরুণ ধাওয়ান-সহ বহু তারকার সঙ্গেই এই বিয়েতে যোগ দেওয়ার কথা শাহিদ-মীরার।

তুমুল ব্যস্ততার মধ্যেও স্ত্রী ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বের করে নেন শাহিদ।

এদিকে হালেই ওটিটি সিরিজের শ্যুটিং শেষ করেছেন সিদ্ধার্থ। এর পর কি তবে সত্যিই বিয়ের সানাই?