বিয়ের জন্য রাজস্থানকেই বেছে নিয়েছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। Six Senses Fort Barwara হোটেলে হয়েছিল ভিকি-ক্যাটের বিয়ে।
ABP Ananda

বিয়ের জন্য রাজস্থানকেই বেছে নিয়েছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। Six Senses Fort Barwara হোটেলে হয়েছিল ভিকি-ক্যাটের বিয়ে।

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসও ভারতে এসে বিয়ের আসর বসিয়েছিলেন যোধপুরের উমেদ ভবন প্যালেসে।
ABP Ananda

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসও ভারতে এসে বিয়ের আসর বসিয়েছিলেন যোধপুরের উমেদ ভবন প্যালেসে।

এবার বিয়ের জন্য মরুশহরেই মন মজেছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীরও।
ABP Ananda

এবার বিয়ের জন্য মরুশহরেই মন মজেছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীরও।

জয়সলমীরের পাঁচতারা হোটেল সূর্যগড়ে বসতে পারে কিয়ারা এবং সিদ্ধার্থের রাজকীয় বিয়ের আসর।

জয়সলমীরের পাঁচতারা হোটেল সূর্যগড়ে বসতে পারে কিয়ারা এবং সিদ্ধার্থের রাজকীয় বিয়ের আসর।

শোন যায়, ২০২০ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।

প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও, অস্বীকারও করেননি এই দুই বলি তারকা।

সূত্রের খবর, ৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি- তিনদিন ধরে চলবে সিড-কিয়ারার বিয়ের অনুষ্ঠান।

শোনা গিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি সাতপাক ঘুরতে পারেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।

তার আগে ৪ এবং ৫ ফেব্রুয়ারি মেহেন্দি এবং সঙ্গীতের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে জয়সলমীরের বিলাসবহুল হোটেলে।

সূত্রের খবর, শাহিদ এবং মীরা কাপুর দু'জনেই সিড-কিয়ারার বিয়ের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।