রমজান আর নববর্ষ.. মিলে মিশে একাকার দুই উৎসব। তাই জয়া আহসানের ইফতার হল পান্তা ভাত আর ইলিশ সহযোগে। এইবছর রমজানের মধ্যেই নববর্ষ পড়ায় দিনটা অন্যরকমভাবে কাটিয়েছেন জয়া। রমজানের নিয়ম মতোই রোজা রেখেছিলেন জয়া, পরিবারের সবাই মিলে সন্ধেয় ইফতারও করেন ইফতারের মেনুতে আজ ছিল পান্তা, ইলিশ আর বিভিন্ন রকমের ভর্তা। সকালে পরিবারের মানুষদের সঙ্গে বেরিয়েছিলেন জয়া, গিয়েছিলেন বোনের বাড়িও। গরমের জন্য অংশ নেননি মঙ্গলযাত্রায়, তবে টেলিভিশনেই দেখেছেন অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নববর্ষকেই বেশি রঙিন বলে মনে হয় জয়ার। নানুর বানানো পান্তা, ইলিশ, ভর্তায় কাটল জয়ার অন্য নববর্ষ। বিশেষ দিনগুলো অবশ্য পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসেন নায়িকা। জয়ার বহুবার সোশ্যাল মিডিয়ায় মঙ্গল শোভাযাত্রা নিয়ে তাঁর আবেগের কথা লিখেছেন।