সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকাউন্টে চোখ রাখলেই কেবল পাহাড় আর সবুজ, বর্ষার সৌন্দর্য্য দেখতে মধুমিতা সরকার পাড়ি দিয়েছেন উত্তরাখণ্ডে। সোশ্যাল মিডিয়ায় সবুজ পাহাড়ের কোলে হিমাচল প্রদেশ থেকে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন মধুমিতা। তবে এই সফরে কেবল একার ছবিই দেখা গেল মধুমিতার, সফরসঙ্গী কে তা জানা গেল না। সদ্য মুক্তি পেয়েছে মধুমিতার নতুন ছবি 'কুলের আচার'। কুলের আচার-এ মধুমিতার বিপরীতে অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় সবুজ টি-শার্ট আর নীল ডেনিমে ঝরঝরে মধুমিতা, তাঁর মুখে চেনা হাসি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। 'চিনি'-র পর মধুমিতার দ্বিতীয় ছবি 'ট্যাংরা ব্লুজ', তৃতীয় ছবি 'কুলের আচার' সোশ্য়াল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ছবি শেয়ার করে নেন মধুমিতা, টলিউডে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় মধুমিতার ছবিতে মন্তব্য করেছিলেন বরুণ ধবন, এবিপি লাইভের সঙ্গে মধুমিতা ভাগ করে নিয়েছিলেন সেই খুশিও। ছোটপর্দা থেকে উত্থান হলেও আপাতত 'পাখি' র বিচরণ বড়পর্দাতেই।